About Us

bkash payment admission fee

BrightEdge Technical Training Institute-BTTI

প্রযুক্তির বিশাল জগতে আমরা নিজেদেরকে প্রযুক্তিহীন কল্পনাই করতে পারি না। উন্নত দেশগুলো উন্নত হওয়ার পেছনে প্রযুক্তির অবদানই সবচেয়ে বেশি। সে সব দেশগুলোতে প্রযুক্তির উন্নয়ন ঘটানোর জন্য রয়েছে উন্নত প্লাটফরম। তাদের শিক্ষা ব্যবস্থাও অনেক উন্নত ও যুগোপযোগী। ফলে, দক্ষ জনশক্তির অভাব তেমন নেই। সে তুলনায় আমরা অনেক পিছিয়ে। আমাদের প্রযুক্তিভিত্তিক শিল্প-কারখানাও তাদের মতো গড়ে উঠেনি। আমাদের শিক্ষা ব্যবস্থাতেও নেই সঠিক মানদন্ড। হাতেগোনা কয়েকটি সরকারী-বেসরকারী শিক্ষা-প্রতিষ্ঠানবাদে অধিকাংশ শিক্ষার উন্নত মান নিশ্চিত করতে পারেনি। প্রযুক্তিভিত্তিক ইন্ডাস্ট্রি আর শিক্ষাব্যবস্থার মধ্যে সমন্বয় না থাকার কারনে সংশ্লিস্ট বিষয়ে দেশের অধিকাংশ ইঞ্জিনিয়ারগুলো দক্ষ হতে পারেনি। তাই, দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা আর ঠিক সে কারনে আমাদের ইন্ডাস্ট্রিগুলোর করুণ হাল পর্যালোচনা করে আমরা “ব্রাইটএজ টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট-বিটিটিআই” প্রতিষ্ঠা করেছি। আন্তর্জাতিকমান, উন্নত ও বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা এমনভাবে তৈরী হচ্ছে যাতে করে প্রত্যেকেই সংশ্লিষ্ট শিল্পের জন্য পুরোপুরি তৈরী হতে পারে।

একটি দায়বদ্ধতা থেকে ‘“বিটিটিআই” এর জন্ম
…একটি শুন্যতা সবার কাছে বোধগম্য হলেও যুতসই উদ্দ্যেগ ছিল না বললেই চলে। ফলে, শিক্ষা-ব্যবস্থা ও ইন্ডাস্ট্রি এর মধ্যে সঠিক সমন্বয় ছিল না। যার ফলে ডিগ্রী অর্জন করেও কেউ কেউ দক্ষতা দেথাতে পারচেন না। ফলশ্রুতিতে আমাদের দেশের ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রির বর্তমান করুনদশা। দীর্ঘসময় অতিবাহিত হলেও এই ইন্ডাস্ট্রির ভাগ্যে সুখকর তেমন কিছুই জোটেনি। প্রযুক্তিভিত্তিক চর্চায় দীঘদিন অতিবাহিত হওয়ার একজন বাঙালী হিসেবে কিছু করার দায়বদ্ধতা কাজ করে। আর এই দায়বদ্ধতা থেকে ব্রাইটএজ টেকনোলজি ট্রেনিং ইন্সটিটিউট- বিটিটিআই এর জন্ম।

Have Queries?

If you have any queries please contact to us

আপনার আগ্রহের কথা লিখুন

...

Reach Us

Location :

বনানী ডিওএইচএস, বনানী, ঢাকা।

 

Email :

btti.bd@gmail.com

Phone :

+8801928638011

a Concern of Anoba Group
× WhatsApp করুন